ভান্ডারিয়া প্রতিনিধি:: পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় শীতার্ত দরিদ্র ৫ শত পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করেছে সমাজ কল্যাণ মুলক সংস্থা ড্রীম বাংলা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মঞ্জু মার্কেটে ড্রীম বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা সভাপতি প্রবাসী মোঃ সাঈদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণের আয়োজন করা
হয়।সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, সমাজ সেবক সামজিদ মিয়া, সাবেক ইউপি সদস্য বাতেন হাওলাদার, সমাজ
সেবক নুর মোহাম্মদ খলিফা, ড্রীম বাংলা ফাউন্ডেশনের সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, ফারুক মুন্সী, শাহজাহান হাওলাদার, গিয়াস উদ্দিন দুলাল, মাষ্টার আনোয়ার মীর, ইউপি সদস্য বাদল খলিফা প্রমুখ।
উল্লেখ্য: আমেরিকা প্রবাসী মোঃ সাঈদ চৌধুরী এলাকার অসহায় মানুষের সেবায় ড্রীম বাংলা ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন এবং সমাজের অসহায়,
দরিদ্রসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে ধাপে ধাপে সহায়তা দিয়ে আসছে। এ রকম আরো অনেক সমাজ সেবা মূলক কাজ করে যাচ্ছেন তিনি।