মনোয়ার ইমাম :: ভারত কলকাতা। ভারতে কৃষক বিরোধী বিলের নির্বাচিত তিন বিচারক এর সরাবার দাবি। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কৃষক বিরোধী বিলের বিবেচনার জন্য কমিশন গঠন হয়েছে। সেখান থেকে তিন কমিশন।
এর বিচারক কে সরিয়ে দিতে রিট আবেদন করেছেন ভারতের কৃষক বিরোধী বিলের সংগঠন। তাদের দাবি এই বিচার গন কৃষক দের পাশে দাঁড়াবেন না।তাই তাদের কাজ ও কথাবার্তা কৃষক বিরোধী।তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন।
জানিয়েছেন অবিলম্বে ঐ তিন বিচারক কে সরিয়ে দিতে।আজ ও প্রায় দুই মাস হল ভারত এর রাজধানীতে কৃষক বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে কৃষক শ্রমিক জনতা।তারা না খেয়ে মরে যাবে কিন্তু কৃষক বিরোধী বিল প্রত্যাহার না
করা পর্যন্ত তাদের কর্মসূচি পালন চলবে। সেই সঙ্গে এই কর্মসূচি তে সমর্থন করেছেন ভারতের বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ কৃষক শ্রমিক।এই আন্দোলন সমর্থন এ পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন,
ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। এবং ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরীর।সহ বিজেপি বিরোধী দলের নেতা ও কর্মীরা। এই কৃষক বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় আন্দোলনরত প্রায়,৬০ জন
কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই আন্দোলন কে সমর্থন করেছেন ভারতের প্রায় শতাধিক প্রাক্তন আমলা ও আই পি এস এবং আই এ এস অফিসার।সেই সঙ্গে তাদের পাশে দাঁড়িয়েছে।
ভারতের প্রাক্তন সামরিক বাহিনীর সদস্যরা। আজ ভারতের দিল্লীর রাজপথে একই ভাবে রাস্তায় আছে কৃষক শ্রমিক বিরোধী জনতা।