মনোয়ার ইমাম::ভারত কলকাতা। আজ বিকেলে ভারত সরকারের কৃষি বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে কর্নাটক প্রদেশ কংগ্রেস নেতা ও কর্মীরা। ভারত সরকারের কালা কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার দাবিতে মিছিল বের করে।
কর্নাটক প্রদেশ কংগ্রেস।আজ ভারতের ব্যাঙ্গালোর শহর থেকে মিছিল শুরু হয়ে তা কর্নাটক এর রাজ্যপাল ভবন পর্যন্ত শেষ হয়।এই মিছিল এর নেতৃত্বে দেন প্রক্তন রেলওয়ে মন্ত্রী ও সাবেক লোকসভা র বিরোধী দলের নেতা শ্রী
মল্লিকার জুন খাগরে সহ কর্নাটক বিধান সভা র বিরোধী দলের নেতা ও বিধায়ক এবং বিধান পরিষদ এর সদস্যরা ও কংগ্রেসের নেতা ও কর্মীরা।এই মিছিল এ হাজার হাজার কৃষক শ্রমিক জনতা শামিল হন।পরে কর্নাটক প্রদেশ কংগ্রেস নেতা রা রাজ্যপাল এর
কাছে স্বারক লিপি প্রদান করে। তাদের দাবি অবিলম্বে এই কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে ভারত থেকে। নতুবা আগামী দিনে বৃহত্তম আন্দোলন গড়ে তুলতে দিদ্ধা করবে না ভারত এর জাতীয় কংগ্রেস।