তপন দাস :: নীলফামারী জেলা প্রতিনিধি। দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে তোলা উত্তর জনপদের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর বিমান বন্দরের কাজ এরই মধ্যেই বিমান বন্দরের রানওয়ের উন্নয়নের জন্য ১১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন
দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ প্রকল্পের আওতায় ২১০ মিলিমিটার পুরুত্বে অ্যাসফল্ট কংক্রিট ওভার লেককরন করা হবে বিমানবন্দর টির এয়ানফিল্ড গ্রাউন্ড লাইটিং ( এজিএল) সিস্টেম আপগ্রেডেশন রানওয়ের সাইড স্ট্রিপসহ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন পযন্ত ধারন ক্ষমতা সম্পূর্ণ একটি আধুনিক অগ্নি
নির্বাপক গাড়ি ও কেনা হয়।প্রকল্প টি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন মাস পযন্ত মেয়াদে বাস্তবায়ন করবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবিষয়ে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রালয়ের উপসচিব লুবনা ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি দৈনিক ৭১ বাংলা কে
বলেন সৈয়দপুর বিমানবন্দর দেশের চর্তুথ একটি বিমানবন্দর এই বিমানবন্দরটির কাজ শেষ হলে ভারত, নেপাল , শ্রীলংকা, ভুটান, মালদ্বীপের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত হবে।