মনোয়ার ইমাম::ভারত কলকাতা। আজ গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পাচার হওয়ার আগেই আটক সাত টি উট। এদিন গভীর রাতে পশ্চিম বাংলার ভারত ও বাংলাদেশের সীমান্তের উওর দিনাজপুর এর কালিয়াগঞ্জ থানা এলাকায় একটি মাট থেকে ভারতের রাজস্থান থেকে নিয়ে আসা।
সাতটি উট কে পুলিশ আটক করেছে। যদিও পাচার কারি দলের হাদিস কালিয়াগঞ্জ থানার পুলিশ পায়নি। এব্যাপারে কালিয়াগঞ্জ থানা নিজের উদ্দ্যেগ একটি কেস ডায়েরি ইস্যু করছে। তবে রাতের অন্ধকারে ভারত ও বাংলাদেশের সীমান্ত টপকে বাংলাদেশ এ পাচারের আগেই ধরা পড়েছে।
এর আগে গত ঈদের সময় পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীন খাসমল্লিক এলাকা থেকে দশটি উট উদ্ধার করে বারুইপুর জেলা পুলিশ। এবারে বাংলাদেশে পাচার হয়ে যাওয়ার আগেই ধরা পড়েছে এই সব উট।