◼মনোয়ার ইমাম :: কলকাতা। পশ্চিম বাংলার মাটি থেকে বি জে পি ও তৃণমূল কংগ্রেসের উৎখাত এর দাবি অধীরের। আজ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ব্রিগেড ময়দানের সমাবেশে থেকে ডাক দিলেন ভারতের লোকসভা র বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আসন্ন।
বিধান সভা নির্বাচন পশ্চিম বাংলার মাটি থেকে বিদায় করতে হবে সাম্প্রদায়িক শক্তি বি জে পি কে।একই সঙ্গে উৎখাত করতে হবে অপদার্থ তৃণমূল কংগ্রেস সরকার কে। একদিকে ভারতের কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী বিল তৈরি করছে কৃষকদের মারতে।অন্যদিকে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয়
পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তা কমতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার।একই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবক সমস্যা দূর না করে বৃদ্ধি করে চলেছে।এই সরকার মানুষ এর অধিকার হরন করে নিয়েছে। এবং এই সরকার এর আমলে আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়ছে। প্রশাসন।
জলদাসে পরিণত হয়েছে। এই সরকার ক্ষমতায় থাকার অধিকার নেই।এই সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট এর নেতা সিতারাম ইয়েচুরি তিনি বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পয়সার এপিঠ ওপিঠ। এই সরকার কে পরিবর্তন করতে হবে।এই সভায় উপস্থিত ছিলেন।
ছত্তিশগড় রাজ্যে মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলা। বামফ্রন্ট এর সূর্যকান্ত মিশ্র এবং সুজন চক্রবর্তী ও বিমান বসু এবং ফুরফুরা শরীফের পীরজাদা আলহাজ্ব মাও: আব্বাস সিদ্দিকী সহ ভারতের জাতীয় কংগ্রেস ও বামপন্থী দলগুলো নেতা রা।এই সভায় বারো লক্ষ এর মত মানুষ উপস্থিত হয় । কলকাতা শহর
অবরুদ্ধ হয়ে পড়ে। পশ্চিম বাংলার বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে বামফ্রন্ট ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও কর্মীরা রাস্তায় দিয়ে মিছিল করে মহা নগরী তে প্রবেশ করে।যার ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যায়।