◼কোম্পানীগঞ্জ :: প্রতিনিধি। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় নিরীহ তোফায়েলকে হয়রানি করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। ২১ মার্চ চাটিবহর বাজারে এলাকাবাসীর উদ্যোগে লিমা বেগমের আত্মহত্যায় ষড়যন্ত্র মূলক মিথ্যা।
মামলা প্রত্যাহারের দাবিতে এলাকার কয়েকশ নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করে।মানববন্ধনে বক্তব্য রাখেন, ওয়ার্ড মেম্বার বশির আহমদ, চাটিবহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজমান আলী, ফরিদ আলী, মুরব্বি মইন উদ্দিন, সরকুম আলী, সাবেক মেম্বার ইছহাক আলী, আওয়ামীলীগ নেতা।
আনোয়ার হোসেন মিন্নত, চমক আলী, ফারুক আহমদ, বশির উদ্দিন, কালা মিয়া, শাহিন মিয়া, তোফাজ্জল প্রমুখ।মানববন্ধনে বক্তারা তোফায়েল কে নির্দোষ দাবী করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।উল্লেখ্য গত ৭ মার্চ একই গ্রামের লিমা বেগম নামের এক।
তরুণী কিটনাশক পান করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলেয়ে গেলে সেখানেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় চাটিবহর গ্রামের নজরুল হকের ছেলে তোফায়েল আহমদকে অভিযুক্ত করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।