অভয়নগরে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের রাজনৈতিক অফিস উদ্বোধন
স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের রাজনৈতিক অফিস উদ্বোধন হয় । শুক্রবার সন্ধ্যায় সর্ব স্তরের লোকের সমাগমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা তাঁতী লীগের সভাপতি ফারাজি জিয়াউর রহমান জিয়া বাবুর।এ সময় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বলেন রাজনীতি মানে সেবা।জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে মানুষের সেবা করতে হবে। এছাড়া এসময় সরকারের নানা উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরে তিনি বলেন আওয়ামী লীগের কোন বিকল্প নেই।জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে বলে আহব্বান করেন।বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ির পীর আলহাজ্ব খাজা রফিকুল জামান শাহ। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওলিয়ার সরদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,যশোর জেলা পরিষদের সদস্য মোল্লা আব্দুর রউফ।অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসলাম বিশ্বাস,সাধারণ সম্পাদক শফি কামাল।উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ খালেদ মামুন, রাব্বি তরফদার প্রমুখ।