অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরের অভয়নগরে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা কৃষক দলের উদ্যোগে রোববার বিকালে নওয়াপাড়া ধানহাটা কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোঘল সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্বাবুর রহমান মোল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি আব্দুল হক মোড়ল, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী, সাংগঠনিক সম্পাদক কামরুল আলমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে উপজেলা কৃষকদলের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
এদিকে উপজেলার রানাভাটা এলাকায় রাতে নওয়াপাড়া পৌর কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ সভাপতি সাইদুর রহমান খোকন, সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দপ্তরী, সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির। পৌর কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন।
পোস্টটি শেয়ার করুনঃ