যশোর অভয়নগর উপজেলার ডাংঙ্গা মশিয়াহাটি গ্রামে দীর্ঘদিনের বসত ভিটায় ঘর নির্মানে প্রতিবেশির হামলা,  ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে ওই গ্রামে মৃত রবিন ধরের ছেলে ও তার প্রতিবেশিদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। গত শনিবার সকালে রবিন ধরের ছেলে উত্তম ধর তাদের দখলীয় জমিতে গোলাঘর নির্মাণ করতে যায়। এ সময় প্রতিপক্ষ লোকজন তাকে বাধা দেয়।অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাধা উপেক্ষা করে কাজ করতে থাকে, এ সময় মিস্ত্রীদের নানা ভাবে থামানোর চেষ্টা করে তারা। এক পর্জায় প্রতিপক্ষরা তাদের ওপর চড়াও হয়ে উত্তম ধরের উপর হামলা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
এ ঘটনায়থানায় মামলা করার জন্য উত্তম ধর  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে ডাক্তারি রিপোট নিয়ে থানায় অভিযোগ দায়ের করে।
উত্তম ধরের পিসি পূর্বে তার অভিযোগে উল্লেখ করেছেন  প্রতি পক্ষ তাদের কয়জনকে আহত করেছে। এতে তারা অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
তাদের অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে সুরেশ ধর সাংবাদিকদের  প্রশ্নের  জবাবে বলেন  কোন প্রকার মারামারি হয়নী ঠেলাঠেলি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে রিপন ধর একজন সরকারি কর্মকর্তা। তিনি ঘটনার সময় তার কর্মস্থলে ছিলেন।
উভয় পক্ষের থানায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই মুক্তার হোসেনকে। তিনি জানান এই ঘটনায় কেউ আহত হয়নি। শুধু ধস্তাধস্তি হয়েছে। তারা মামলা করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় তিনি স্থানীয়ভাবে মীমাংসার জন্য পরামর্শ দিয়েছেন।
পোস্টটি শেয়ার করুনঃ