অভয়নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল
নওয়াপাড়ায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল।
বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে যশোরের অভয়নগর নওয়াপাড়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ডিসেম্বর) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে।
মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট গেট থেকে শুরু করে স্টেশন বাজার এলাকা ঘুরে নুরবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা।
উপস্থিত ছিলেন, নওয়াপাড়া যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলার যুবদলের অন্যতম নেতা শহিদুল ইসলাম, ইকবাল মোল্যা, অসীম হাসান, তুহিন হোসেন, সেলিম হোসেন, আলম হোসেন, বাদল আহম্মেদ, রজিবুল ইসলাম, মোহাম্মাদ সাগর, জিহাদুল ইসলাম, মফিজুর রহমান, খায়রুল ইসলাম, মুহাম্মাদ আলম, নওয়াপাড়া পৌর যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন, রুবেল হাসান, ফারুক হোসেন, রকেট রহমান, লিটন হোসেন সহ অন্যান্যরা।