মোহাম্মদ শামসুজ্জোহা

অর্থ যখন থাকে মন হয় উদার।
যাঁর যতো লাগে চেয়ে নে বার বার।
আমার যখন ধন সঙ্কট, ফিরে চাই দে সম্পদ আমার।
কি মুশকিল? কি মুশকিল? এ সব সঞ্চায়িত বৈভব সব তো আমার।
আমানত খিয়ানত কারী আমরা মুসলমান।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তুই কী বলিশ আমি বেইমান?
মক্কা থেকে হজ্জ করেছি, নিঃপাপ হয়ে দেশে ফিরেছি। মিলে মিশে বাস করছি, সমাজ সেবারও কাজ করছি।
সময় আমার নাইরে ভাই, শর্বরী ফুরালে দিনের দেখা পাই।
ধরিত্রী বড়ই সার্থপর,
কেউ করো নয় এখানে সকলেই যে পর।

লেখক পরিচিত:মোহাম্মদশামসুজ্জোহা।
পিতা- মোঃ রেজাউল করিম,
মাতা- মোছাঃ শাহানাজ পারভীন,
শিক্ষাগত যোগ্যতা: বিএ।
জন্ম তারিখঃ ০৯ এপ্রিল ১৯৯০।
ঠিকানাঃ বুড়িমারী পাটগ্রাম, লালমনিরহাট।

পোস্টটি শেয়ার করুনঃ