অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম
সাতক্ষীরা প্রতিনিধিঃ
আরা এনজিও এর আয়োজিত ত্রৈ-মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সাতক্ষীরা জেলা কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক দৈনিক ৭১ এর বাংলাদেশ পএিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এ্যাডঃ এ,বি,এম, সেলিম। তিনি বলেন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই, আমি দূর্নীতি মুক্ত সমাজ চাই। সভা, সেমিনার আর কথায় নয় প্রকৃত অর্থে সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এনজিও গুলোকে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। আরা এনজিও’র রেনু প্রোকল্পের লবিং মিটিং বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় আরা এন জিও, অফিসে আরার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত আরা এনজিওর স্টাফ আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠান বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, এ্যাডঃ সেলিনা আক্তার, রায়হাতুল জান্নাত রিমি, সুলতান মাহমুদ , শারমিন নাহার, আব্দুস সাওর। বক্তারা এসময়ে বলেন সমাজে বৈষম্য থাকবে না। অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকতে হবে। নারী পুরুষ সমঅধিকার। নারী নির্য়াতন, শিশু নির্যাতন বন্ধ করতে হবে। সাতক্ষীরার উন্নয়নে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি ।