আশাশুনিতে পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি:আশাশুনির সদর ইউনিয়নের জেলেখালি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এড্যাপটেশন এন্ড প্রোমোটিং সাসটেইনেবল লাইভলিহুডস্ প্রকল্পের,সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় এবং বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বাস্তবায়নে পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের পরিচালক স্টিভ কস্তা। আলোচনা সভা শেষে জেলেখালি ও দয়ারঘাটের সর্বসাধারণের জন্য স্থাপিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গের ডিএস ও বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বোর্ড সেক্রেটারি রেভারেন্ড অঞ্জন মোশী বোস। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার সানা,ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল ও ন্যাজ্যারীণ মিশনের বিভিন্ন চার্চের পালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর বিকালে কুল্যা ইউনিয়নের বাইনবসক গ্রামে আরো একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন করা হয়।