আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন
লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে বিশ্বের বৃহত্তম ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আশাশুনি উপজেলা চত্বরে আয়োজিত এ বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা এ কে এম মাহবুবুল হক প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা চত্বর ও মানিকখালী ব্রিজ থেকে শুরু করে ব্র্যাক অফিস সংলগ্ন সদর ইউনিয়নের দুর্গাপুর স্কুল পর্যন্ত ১০০০টি কদবেল গাছ, ১০টি বকুল ফুল গাছ, এবং ১০টি কৃষ্ণচূড়া গাছ সহ বিভিন্ন ফুলের চারা রোপন করা হয়।