লিংকন আসলাম,আশাশুনি প্রতিনিধি:আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামকে বরণ ও বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী অফিসার ইনচার্জকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই শেখ তারিকুল ইসলাম, শ্যামা প্রসাদ, শাহিনুর রহমান, জ্যোতির্ময় মন্ডল, এএসআই আশিকুর রহমান, জাকির হোসেন, জিয়াউর রহমান, নারী এসআই নাসিমা খাতুনসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নবাগত অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর জেলার সদর উপজেলায়। তাকে ওসি হিসাবে পদায়ন পূর্বক আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসাবে বদলী করা হয়। অপরদিকে, বিদায়ী ওসি বিশ্বজিৎ কুমার সাতক্ষীরা সদর সার্কেল অফিসে যোগদান করবেন।

পোস্টটি শেয়ার করুনঃ