পাটগ্রাম প্রতিনিধি: সাঈদ হোসেন

কাবাডি (হাডুডু খেলা) খেলার উদ্দেশ্যে ধবলগুড়ি থেকে একটি মালবাহী ট্রাক্টরে করে আনুমানিক ৫০-৬০ জন যাওয়ার পথে ধবলগুড়ি ধরলা ব্রিজের সামনে ট্রাক্টরটি পাল্টি খেয়ে ১জনের মৃত্যু ও ট্রাক্টরের বাকি যাত্রীরা গুরুতর ভাবে আহত হয় ।তাৎক্ষনিক ভাবে এলাকাবাসী ফায়ার সার্ভিস কে ফোন দেয় এরপর ফায়ার সার্ভিস এসে ১ জনকে মৃত ঘোষনা ও আহতদের পাটগ্রাম মেডিকেল ও দুইজনকে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেয়।এলাকাবাসী সুত্রে জানা যায় মৃত ব্যাক্তির নাম খাইরুল ইসলাম (৩৫) ধবলগুড়ি উত্তর বর্ডারের রুহুল আমিনের ছেলে ।আহতদের একজনের কাছে জানা যায় যে, যায় যে কাবাডি খেলার একটা টিম কাবাডি খেলার উদ্দেশ্যে হাতিবান্ধা থানার ১৪ বাড়ির উদ্দেশ্যে রওনা করে । যাওয়ার পথে গাড়ি চালক ফরিদুল ইসলাম ধরলা ব্রিজ থেকে নামার সময় গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায় ।

পোস্টটি শেয়ার করুনঃ