কালিগঞ্জে গণঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা
তাপস কুমার ঘোষঃ
জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক ভিপি নুরের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ এর নিবন্ধিত হওয়ায় কালিগঞ্জে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। গণ অধিকার পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকেলে শোভাযাত্রাটি কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। গণধিকার পরিষদের প্রতীক হিসেবে ট্রাক মার্কা পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আজিবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক মুজিবর রহমান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার দপ্তর সম্পাদক তাওহীদ হাসান। কালিগঞ্জ গণ অধিকার পরিষদের সদস্য মোঃ মনিরুজ্জামান । এছাড়াও জেলা কমিটির আব্দুস সালাম, রায়হান, আবু সাঈদ, কালিগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক শিমুল, সদস্য শাওন সহ আরো অনেকে। আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এখন থেকে গণ অধিকার পরিষদ দেশে বিভিন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে অংশগ্রহণ করবেন তাদের প্রতিনিধিরা।