কেশবপুরের হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাবীতে সদস্যদের সংবাদ সম্মেলন।


কেশবপুর প্রতিনিধি ঃ
কেশবপুরে উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুরজামানের অনিয়ম ও লাগামহীন দূর্নীতি আত্নসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে অনাস্থা দাবীতে সংবাদ এক সম্মেলন করা হয়েছে ।
কেশবপুরে উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুরজামানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠকালে বলেন, চেয়ারম্যান তৌহিদুজ্জামান দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ছিলেন। তাঁর দায়িত্ব পালন কালে দলীয় প্রভাব ও ক্ষমতার দাপটে ইউনিয়ন বাসীদের জিম্মি করে রেখেছেন। তিনি পরিষদের সদস্যদের যে কোনো কাজের সময়ে ছিলেন চরম অনিহা। তাঁর বিরুদ্ধে সরকারি প্রকল্প বা অর্থ আত্নসাতের অভিযোগ তুলে ইউপি মেম্বারা চলতি মাসের ১৯ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে তাঁর বিরুদ্ধে অনাস্থার অভিযোগ এনে আবেদন করে ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পরিষদের ১২ সদস্য একযোগে পুনরায় অনাস্থার দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগ দাখিল করে পরিষদ চত্বরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন ১ নং ওয়াডের ইউপি সদস্য এস এম হেকমত আলী। এসময়ে আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ৬ নং ওয়াডের সদস্য আব্দুর রশিদ, ৭ নং ওয়াডের ইউপি সদস্য নুরুন্নবী সামদানি, ৪ নং ওয়াডের ইউপি সদস্য আশরাফ হোসেন, ৩ নং ওয়াডের ইউপি সদস্য বুলবুল হোসেন, ২ নং ওয়াডের ইউপি সদস্য কামরুজ্জামান, ৫ নং ওয়াডের ইউপি সদস্য কল্লোল কুমার দাস, ৮ নং ওয়াডের ইউপি সদস্য আরফাজুল, ৯ নং ওয়াডের ইউপি সদস্য আতিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রুবিয়া খাতুন, জাহানারা খাতুন ও সাজেদা খাতুন।
এবিষয়ে হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান বলেন আমি আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদে থাকতে চাই না। খুব শিঘ্রই পদত্যাগ করতে চাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাবীতে এক অভিযোগ পেয়েছি।