ডেভিল হান্ট অপারেশনে খুলনার তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। তিনি বলেন,থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম ফরিদ আহমেদ,বারাসাত ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরু শেখ, উপজেলা যুবলীগের সদস্য তৌহিদ শেখ ও আজগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আকিজ উদ্দিন। এছাড়াও উপজেলা সদরের কাটেঙ্গা বাজারস্থ জাহিদ টেলিকম ইলেকট্রনিক্সের দোকান থেকে ৩০ গ্রাম গাঁজাসহ দোকানের মালিক জাহিদ হাসান (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ