খুলনার তেরখাদায় ভোটার রেজিস্ট্রশন কার্যক্রমের উদ্বোধন


খুলনা প্রতিনিধি:নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে,এম,আলী নেওয়াজ বলেন,একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে জনগণই প্রকৃত ক্ষমতার মালিক বা অধিকারী। তিনি বলেন,তারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে থাকে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে।সেই নির্বাচনের পূর্বশর্ত হলো,একটি নির্ভুল–নির্ভেজাল ভোটার তালিকা জুলাই-আগস্টের পর বাংলাদেশ যেন নবজীবন লাভ করেছে। মানুষের মনে এখন ভোটের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) খুলনার তেরখাদা উপজেলার জুনারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ভোটার রেজিস্ট্রশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তায়জুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঁখি শেখ,খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: হুমায়ুন কবির,জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ,থানার ওসি (তদন্ত)মো: জেল্লাল হোসেন,একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা, বিশিষ্ট ব্যবসায়ী কে, এম,আলী মাসুম প্রমুখ।