খুলনা সাতক্ষীরা মহাসড়কে প্রাইভেট কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত
নিজস্ব প্রতিবেদক।
খুলনা সাতক্ষীরা মহাসড়কের শাকদহ বটতলা নামক স্থানে প্রাইভেট কার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন মারাত্মক আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা আহতরা হলেন মোটরসাইকেল চালক তালা শ্রীমন্ত কটি গ্রামের মৃত নির্মল সাধুর ছেলে দীপঙ্কর সাধু (২৩) ও একই গ্রামের কমল সাধুর ছেলে বিশ্বজিৎ সাধু (৩৫) আহতদের স্বজন পার্থ সাধু জানান তারা মোটর সাইকেল যোগে সাতক্ষীরা থেকে তালায় যাচ্ছিলেন শাকদহ নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্বক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। এখানে তাদের অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী জানান দূর্ঘটনার খবর শোনা মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।