গাজিপুর টিএমএসএসের আছিম বাজার শাখা উদ্বোধন


এ কে খান : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর আওতাধীন পরিচালিত অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইন নিয়ন্ত্রণাধীন গাজীপুর জেলার ত্রিশাল উপজেলায় টিএমএসএসের আছিম বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। ত্রিশাল রিজিওন এর আছিম বাজার নতুন শাখাটি ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মাহবুবুর রহমান। টিএমএসএসের গাজীপুর জোনের, জোন প্রধান মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আছিম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসএস এর অপারেশান-১২ ময়মনসিংহ ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আনোয়ার হোসেন ও আছিম বাজার বনীক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী প্রমুখ। প্রধান অতিথি বলেন টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশ ব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্রহীন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের নানা সেবা মূলক কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ উপজেলার আছিম বাজার নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এই এলাকার বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়িত হবে। তিনি এ শাখা উদ্বোধন করায় টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিশেষ অতিথি আলহাজ্ব মোহাম্মদ আলী কর্মকর্তাদের এ শাখার কর্ম এলাকায় বিভিন্ন প্রকল্প চিহ্নিত করে প্রকল্পের কার্যক্রম শুরু করার আহবান জানান। এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করার ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে বলে তিনি বিশ্বাস করেন। টিএমএসএস এর অপারেশন-১২ ময়মনসিংহ ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ আনোয়ার হোসেন উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রমে দ্রুত গতিশীলতা আনতে কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। ডোমেইন প্রধান কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার প্রতি গুরুত্ব দেন। তিনি আরো বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীলতা ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের ত্রিশাল রিজিওন প্রধান এম তাইফুর রহমান। অন্যদের মধ্যে টিএমএসএসের আছিম বাজার নতুন শাখার, শাখা প্রধান মোঃ ফেরদাউস, শাখার অন্য কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএস এর ৩৬ জন নতুন সদস্যদের মধ্যে ২১ লক্ষ ২০ হাজার টাকা নতুন বিনিয়োগের মাধ্যমে শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএসের ময়মনসিংহ ডোমেইনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জিন্নাতুন ইসলাম।