গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই এর বীজ ও সার বিতরণ এর উদ্বোধন
মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাইয়ের বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বরে ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মাস কালাইয়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্য বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, জেসমিন আক্তার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে ৫ কেজি করে মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।