মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায়  নুর আমীন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামের আয়নাল হকের ছেলে। মঙ্গলবার ( ০১ অক্টোবর) সকাল ১০ টার দিকে  আড্ডা  – সরাইগাছী  সড়কের  জিনারপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০ টার দিকে ওই  সড়ক দিয়ে  মোটরসাইকেল নিয়ে  আড্ডা থেকে দীঘা যাওয়ার সময় একটি ট্রাককে অতিক্রম করার সময়  সে ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় সে গুরুত্বর আহত হলে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে পথে তার মৃত্যু হয়। গোমস্তাপুর থানার নবাগত ওসি  শহিদুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ