চৌগাছায় আবারো এক কৃষকের ৩ গরু চুরি


যশোরের চৌগাছায় এক কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। ১৮ জানুয়ারি শনিবার রাতে উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। গরুগুলোর মালিক গ্রামের বাসিন্দা সামাউল পন্ডিত বলেন, আমার দুটি হালের গুরুসহ তিনটি গরু ছিল। শনিবার রাতে গুরুগুলো ঘরের পাশে গোয়াল ঘরে লোহার শিখল দিয়ে বেঁধে রাখি। রোববার ভোরে গোয়ালঘরে গিয়ে দেখি একটি গরুও গোয়াল ঘরে নেই। শিখল ভেঙ্গে তিনটি গরুই দৃর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে। তিনি বলেন, চুরি হয়ে যাওয়া গুরুগুলোর আনুমানিক মুল্য প্রায় ৬ লাখ টাকা। তার হালের গুরু দুটি সংসারের একমাত্র অবলম্বন ছিল। চুরির ঘটনা চৌগাছা থানায় অবহিত করা হয়েছে বলে তিনি জানান। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।