যশোরের চৌগাছায় দৈনিক মানবজমিনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৭ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটা থেকে ৪টা ৪৫মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি জেষ্ঠ প্রভাষক বিএম হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সদস্য চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সেক্রেটারী ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নূরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রধান শিক্ষক কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার জেষ্ঠ সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মানবজমিনের যশোরের স্টাফ রিপোর্টার নূর ইসলাম প্রমুখ। মানবজমিনের চৌগাছা প্রতিনিধি বাবুল আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এবিপার্টির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুজ্জামান, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল আলম লিটু, প্রেসক্লাব চৌগাছার যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রহিম, বৈষম্য বিরোধী আন্দোলন চৌগাছার আহবায়ক রাশেদুল ইসলাম রিতম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, সাংবাদিক হাসান ইমাম সাগর প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা জামায়াতের অর্থ-সম্পাদক মাস্টার এমদাদুল হক, আন্দুলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের, বিএনপি নেতা সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত, সহ-কোষাধ্যক্ষ কালিমুল্লাহ সিদ্দিক, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংবাদিক লাভলুর রহমান, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, মাহমুদুর রহমান, মিজানুর রহমান, আজম আশরাফুল, যুবায়ের আলম, মারুফ হোসেন, আবু জাফর বিশ^াস, ফয়সাল আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাতে মানবজমিন অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। জুলাই বিপ্লব সফল হওয়াতেই আমরা ১৭ বছর পর উপজেলায় এ ধরনের একটি অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি

পোস্টটি শেয়ার করুনঃ