শ্যামল দত্ত চৌগাছা পৌর প্রতিনিধিঃ

যশোরে চৌগাছায় সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ব্যাংকের কার্যালয়ে  কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে  বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগত ব্যবস্থাপক এজিএম ফারুকুজ্জামানকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার ফারুকুজ্জামান ও নতুন দায়িত্ব গ্রহনকারী ব্যবস্থাপক এজিএম ফারুকুজ্জামান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুজ্জামান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরউদ্দিন, সিনিয়র শিক্ষক আজম আশরাফুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন,  দুঃখজনক হলেও সত্য এখনো এই ব্যাংকের কিছু কর্মকর্তা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের অসহযোগীতা করছেন। বক্তারা বলেন, কর্মকর্তারা যে মতাদর্শের হোক ব্যাংকের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ানো যাবেনা। ব্যংকের উন্নতির জন্য কোনো অনিয়ম মেনে নেবেনা গ্রাহকেরা। গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবার মান নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের আহবান জানান বক্তারা।

এসময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ব্যবসায়ী, সুধি ও শুভাকাঙ্ক্ষীরা  উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বিদায়ী ও নবাগত কর্মকর্তা দ্বয়কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পোস্টটি শেয়ার করুনঃ