জামায়াতের সেক্রেটারী জেনারেলের পাটকেলঘাটায় আগমন উপলক্ষে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মাঠ পরিদর্শন


আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার পাটকেলঘাটা বলফিল্ড মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন । প্রধান অতিথির আগমন উপলক্ষে রবিবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও (তালা -কলারোয়া -১) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ মাঠ পরিদর্শন করেন । এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী , দৈনিক সংগ্রামের সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাঈদ বিশ্বাস, মিডিয়া বিভাগের সাতক্ষীরা সদরের সভাপতি মোঃ শাহজাহান আলী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলী, প্রমুখ ।