জেলা তথ্য অফিস, বাগেরহাটের আয়োজনে রামপাল নারী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ ইকরামুল হক রাজিব
বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় বাগেরহাটের রামপাল উপজেলার ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের হলরুমে উপপরিচালক (রুটিন দায়িত্ব) বিশ্বজিৎ শিকদার এর সভাপতিত্বে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ও১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ সরোয়ার হোসেন, ইউপি সদস্য মো:হুমায়ুন কবীর, ইউনিয়ন পরিষদ সদস্যা নাজমা বেগম ,তাহেরা বেগম, রওশন আরা ইসলাম উন্নয়ন কর্মী, এনজিও কর্মী, রাজনৈতিক কর্মী প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ভিশন: ২০৪১ এর লক্ষ্যে ও অর্জনসমূহ, নৈতিকতা ও মূল্যবোধ, গুজব, সাম্প্রদায়িকতা, সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার, অপরাজনীতি প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। উক্ত নারী সমাবেশে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করেন ।