ঢাকায় যাওয়ার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।


সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য বিজিবির আমন্ত্রণে ঢাকা থেকে সাতক্ষীরায় এসেছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্টিং পত্রিকার ৩৫ জন সাংবাদিক। ১৮মে আজ ঢাকায় ফেরার পথে খুলনা সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলাম কাটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার কে সাইট দিতে গিয়ে সাংবাদিক বহন কারি বাংলাদেশ বর্ডার গার্ড এর নিজস্ব ঢাকাগামী পরিবহন ঢাকা মেট্রো স ১১-০৪৬১গাড়িটি পাশে থাকা শাহ সিমেন্ট বহন কারি কার্গো এর সাথে ধাক্কা লেগে পাশে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ও স্থানীয় সাংবাদিকরা এসে খোঁজখবর নেন এবং সেখান থেকে উদ্ধার করেন। পরে সাতক্ষীরা থেকে আশা বিজিবির সদস্যদের সহযোগিতায় সেখান থেকে তাদের গাড়িতে বিজিবি ক্যাম্পে ফিরে যান এদিকে গুড়ি গুড়ি বৃষ্টির কারনে রাস্তাটি পিচ্ছিল ছিল। এতে করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে হতাহতের ঘটনা ঘটেনি।