ফারুক সাগর(তালা প্রতিনিধি):সাতক্ষীরার তালা উপজেলায় মাগুরা ইউনিয়ন পরিষদে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এই চুরি সংঘটিত হয়।

 

মাগুরা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব রেহানা খাতুন জানান,প্রতি দিনের মত বিকেল ৫ টার সময় ইউনিয়ন পরিষদের সকল দরজা জানালা বন্ধ করে তালা লাগিয়ে দেই। সেই সাথে দফাদার মো:রিয়াজুল ইসলামকে পরিষদের রাত্রি কালীন ডিউটির ব্যবস্থা নেওয়ার কথা বলে আসি। আজ সকালে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম মোবাইল ফোনে পরিষদের চুরি হয়েছে বলে আমাকে জানায়। সংবাদ পেয়ে আমি দ্রুত ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হই। এসময় পরিষদের ৬টি রুমের হ্যাসবেল্ড গুলো ভাঙা দেখতে পাই। ভাঙা রুম থেকে ৬টি বৈদ্যুতিক পাখা,একটি পানির পাম্প,নগদ ৫০০শ টাকা সহ ইন্টারনেটের ডিবি বক্স এবং পরিষদের মিটারের বৈদ্যুতিক তার কে বা কারা চুরি করে নিয়ে গেছে।

 

বিষয়টি নিশ্চিত করে মাগুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান,চুরি হওয়ায় মালামালের আনুমানিক বাজার মূল্য ৫৫ থেকে ৬০ হাজার টাকা। তবে ইন্টারনেটের ডিবি বক্সের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাংক্ষনিকভাবে সেই ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

 

তিনি আরও জানান,দফাদার মো:রেজাউল ইসলামের তত্ত্বাবধানে প্রতি রাতে দুইজন গ্রাম পুলিশ পর্যায় ক্রমে পাহারায় নিয়োজিত থাকে। কিন্তু গতরাতে পাহারায় ছিলো ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ আতিয়ার গল্দার ও ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রফিকুল ইসলাম। গ্রাম পুলিশ আতিয়ার গল্দারের স্ত্রী অসুস্থ থাকায় গ্রাম পুলিশ রফিকুল ইসলামকে মাসিক ৪০০ টাকা দেয় সে। কিন্তু রফিকুল ইসলাম চুরির রাতে বাড়িতে ছিল। নিরাপত্তা কর্মী না থাকায় সংঘবদ্ধ চক্রটি ফাঁকা পরিষদে বিনা বাধায় চুরি করে পালিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুনঃ