তালায় এক দফা এক দাবীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভে শিক্ষার্থীরা
সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯সেপ্টেস্বর) শিক্ষার্থীরা বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবী,প্রধান শিক্ষকের পদত্যাগ’ বলে স্লোগান দিতে থাকে। পরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিলন,জাহিদ,সামির, ইমন,জাহিদুর আল মামুন,অপু প্রমূখ। বিক্ষোভকারীরা বলেন,শেখ আব্দুল হাই ইউপি চেয়ারম্যান হওয়ার পরে বেপরয়া হয়ে উঠেছে। তিনি একই সাথে প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান হওয়ায় নিয়মিত বিদ্যালয়ে আসে না। প্রতিষ্টানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন স্কুল ফান্ডের টাকা লুটপাট করেছে। এছাড়া কয়েক মাস আগে বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। দূর্নীতিবাজ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে জানান তারা। বিষয়টি অস্বীকার করে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন,ইতিপূর্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে তদন্ত হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আমার কোন দূর্নীতি পায়নি। আমি নিয়মিত বিদ্যালয়ে যাই। কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল আমিন বলেন,আপাতত আব্দুল হাইকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।