জোষ্ঠ্য প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নাতির ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল নানীর। গত শুক্রবার (১নম্ভেবর) সকালের ভাত বাড়তে দেরী করায় নানীকে ছুরি দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে  মাদকসাক্ত নাতি হানিফ জোয়াদ্দারের(২৫) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার  শালিখা এলাকায়। নিহত বৃদ্ধার নাম সকিনা বিবি (৭০)। তিনি শালিখা গ্রামের মৃত: কাউসার জোয়াদ্দারের স্ত্রী। অভিযুক্ত যুবক একই এলাকার মশিয়ার জোয়ার্দ্দের ছেলে।

স্থানীয়রা জানায়, হানিফ মাদকসাক্ত ছিল। এনিয়ে প্রায় তাদের বাড়িতে ঝামেলা হত। গতকাল শুক্রবার সকালে ভাতে খাওয়ার  জন্য সে নানী ছকিনাকে বকাবকি করতে থাকে। এইসময় নানী দেরি করায় তার প্রতি ক্ষুদ্ধ হয়ে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী হানিফকে আটকে পুলিশে খবর দেয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকান্ডের ঘটনায় হানিফকে আটক করা হয়েছে। এবিষয়ে নিহতের ছেলে মশিয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ