জোষ্ঠ্য প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে তিন আসামী আটক করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার পাটকেলঘাটা থানা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তিরা হলেন,উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা গ্রামের আলহাজ্ব গোলাম হোসেনের ছেলে মাহাবুব হোসেন মিন্টু (৪৭), একই গ্রামের শেখ তৌহিদুজ্জামানের ছেলে শেখ শাহীদুজ্জামান পাইলট (৪৫) এবং সরুলিয়া গ্রামের আব্দুল রহিম সরদারের ছেলে আহসান উল্লাহ টিটো (৪০)।

বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মাইনউদ্দীন বলেন, নিয়মিত মামলার তিন জন আসামীকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়। মামলা নং-০৫(১০)২৪।

পোস্টটি শেয়ার করুনঃ