জ্যেষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলাটায় বিএনপি নেতাদের ওপর হামলাসহ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,তালা উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক ইসমাইল হোসেন। এর আগে শনিবার (৩১ আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা বাঁধন শপিংকমপ্লেক্সের সামনে ও পাটকেলঘাটা বলফিল্ড এলাকায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন বলেন,জামায়াত শিবির থেকে বহিষ্কৃত হাসানুর রহমান(ওরফে মিনিস্টার হাসান) সহ অজ্ঞাত ২০-৩০ জনের এক দল সন্ত্রাসী ফেসবুক একটি পোস্ট করাকে কেন্দ্র করে মোবাইলে আমাদের কিছু নেতাদের ডেকে এনে তাদের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসী হামলায় যুবদলের সভাপতি হায়দার আলী, শ্রমিক দলের সহ-সভাপতি বিল্লাল হোসেন, বিএনপি নেতা আব্দুল মজিদসহ ৫ জন আহত হয়। পরে হাসানের নেতৃত্বে সন্ত্রাসীরা সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর বাড়ীতে হামলা চালায়। এসময় এলাকায় ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংবাদ সম্মেলনের মাধ্যমে সন্ত্রাসী হাসান ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তিনি।

পোস্টটি শেয়ার করুনঃ