তালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
জ্যৈষ্ঠ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দীন খাঁর (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭জুন) বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন,তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম সেলিম (তদন্ত), তালা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মফিজ উদ্দীন,মুক্তিযোদ্ধা নজরুল মোল্লা,রাজ্জাক শেখ প্রমুখ।
স্থানীয় মুক্তিযোদ্ধা ইরফান আলী গাজী জানান,বেলা একটার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দুই পুত্র ও পাঁচ কন্যা রেখে গেছেন বলে জানান তিনি।