তালায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির সহ আটক-২
জোষ্ঠ্য প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও উপজেলা আ’ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন সহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৯নম্ভেবর) দিবাগত রাতে তাদেরকে চাঁদাবাজি মামলায় আটক করা হয়। আটক হওয়া সাংবাদিক মীর জাকির হোসেন (৫২) তালা বাজারের মৃত্যু আব্দুল মালেক ছেলে। অপর জন শাহাপুর গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে ইসহাক আলী (৫৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন,গত ২৭ নম্ভেবর জামালপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল আলিম ২৭ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাদের আটক করা হয়। আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে,বলেন এই কর্মকর্তা।
অপরদিকে হয়রানি মূলক এই মামলায় আটক করার জন্য তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান,সদস্য ফারুক সাগর সহ অন্যান্য সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে অবিলম্বে মুক্তির দাবী করেন তারা।