তালা, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার পল্লী থেকে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাতে তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের শুভাশুনি এলাকা থেকে লাশ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের নাম নাসিরন বিবি (৭০)। সে শুভাশুনি এলাকার শান্তিনগর পাড়ার মৃত হাতেম আলী গায়েনের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন, শুভাশুনি এলাকার আশরাফুল গাইনের স্ত্রী ও নিহতের পুত্রবধু মোছা লিপি বেগম(৩৫) ও একই এলাকার ইদ্রিস গাইনের স্ত্রী আছমা বেগম (৩৪)।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, শাশুড়ি নাসিরন বাধ্যর্ক জনিত অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন। এক পর্যায়ে শাশুড়ির প্রতি বিরক্ত হয়ে পুত্রবধু লিপি বেগম ও একই এলাকার আছমা বেগম বুধবার সন্ধ্যায় শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে ঘটনার পর শাশুড়ি মারা গেছে বলে এলাকায় প্রচার দিকে থাকে।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়ন্তাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।এরপর বৃহস্পতিবার দুপুরে হত্যাকান্ডের বিষয় জানতে পেরে রাতে অভিযান চালিয়ে পুত্রবধু সহ একজনকে গ্রেপ্তারর করে।
ওসি আরো জানান,গ্রেপ্তার কৃত আসামীদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের ঘটনায় আসামীরা আদালতে স্বীকাররোক্তি মুলক জবানবন্ধী দিয়েছে l

পোস্টটি শেয়ার করুনঃ