তালায় ৫০০ মিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন


জোষ্ঠ্য প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ৫০০ মিটার কাঁচা রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯আগস্ট) উপজেলার খলিশখালী বাজার থেকে প্রভাষক শুভাশিস পালের বাড়ি পর্যন্ত পাকা করা জন্য উদ্বোধন করা হয়।
স্থানীয় বাসিন্দা দেবাশীষ,অনুপ সরকার বলেন,দীর্ঘ দিনের জন ভোগান্তির পর অবশেষে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন হল আজ। এর ফলে আমরা সহজে বাজারে বিভিন্ন পণ্য পরিবহন করতে পারবো বলে জানান তারা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খলিশখালী ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি সরদার কামরুল ইসলাম,ইউপি সদস্য তপন বাছার,ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।