তালায় ৮ দলীয় নক আউট ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ‘মাদক ও অনলাইন জুয়াকে না বলি এবং খেলাকে হ্যাঁ বলি’ এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ টাকার ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৯নম্ভেবর) উপজেলার মাগুরা ফুটবল মাঠে মাগুরা যুব সংঘের আয়োজনে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয।
উদ্বোধন মাঠে খুলনার ডুমুরিয়ার আন্দুলিয়া ফুটবল একাদশ ও যশোরের পাজিয়া ফুটবল একাদশ অংশ গ্রহন করে। কিন্তু নির্ধারিত সময়ে দু দলের মধ্যে গোল না হওয়ায় অবশেষে ট্রাইবেকারের মাধ্যমে যশোরের আন্দুলিয়া ফুটবল একাদশ ৪-৩ গোলে পাজিয়া ফুটবল একাদশকে হারিয়ে আন্দুলিয়া ফুটবল একাদশ বিজয়ী হয়।
খেলায় প্রধান অতিথিরছিলেন তালা উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেকসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। খেলা শেষে পুরুষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।