আবু সাঈদ সরদার সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা তালা উপজেলার খেসরা ইউনিয়নের খেসরা গ্রামের আলিমুদ্দিন কাগজির ছেলে পারভেজ কাগজি(১০)
১৫ ই আগস্ট কে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেছেন।

কবিতাটি হলো-

 

১৫ই আগস্ট …….

বাবা আমি একা
পায় না তোমাদের দেখা,
১৫ই আগস্ট আসলে
কান্না ঝরে আমার দুই চোখে,
থাকবে দেশের বুকে নাম লেখা
হঠাৎ করে হারিয়ে যাবে ,
ভাবতে পারেনি কোনদিন বাবা
হারিয়ে যাবে তোমরা,
১৫ ই আগস্ট আসলে
কান্না ঝরে আমার দুই চোখে ,
ভালোবাসা মনেরি বিশ্বাস,
মনে প্রানে আছো তোমরা মিশে,
কান্না ঝরে আমার দুই চোখে,
শপথ করে কথা দিয়েছিলে
থাকবে চিরদিন দেশের সাথে,

 

 

পারভেজ কাগজির বাবা জানান, পারভেজ কাগজি ১৩৩ নং পশ্চিম খেসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। পারভেজ পড়ালেখায় অনেক ভালো একজন ছাত্র। পারভেজের বাবার ইচ্ছা সে ডাক্তারি পড়বে। পড়াশোনা শেষে ডাক্তারি করবে ও জনগণের সেবা করবে। পারভেজেরও ইচ্ছা সে ডাক্তার হবে।

পোস্টটি শেয়ার করুনঃ