তালা কলাগাছি তিনটে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক,ও স্থানিও মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশা-এলাকাবাসীর অভিযোগ আশ্বাস পাওয়া যায় কিন্তু রাস্তা হয় না।

 

আবু সাঈদ সরদার তালা সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ২ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশায় বিপাকে পড়েছে ৫০০০ হাজারেও অধিক মানুষ। কলাগাছি গ্রামের অধিবাসীরা জানান, খেশরা ইউনিয়নের শালিকা থেকে দলুয়া ১০ কিলোমিটার রাস্তার উভয় পারশে ৪ কিলোমিটার করে পিচ ঢালাই রাস্তা হয়েছে। মাঝে ২ কিলোমিটার রাস্তা কাঁচা। প্রায় ৫০০০ অধিবাসীর বসবাস কলাগাছি গ্রামে। ২ কিলোমিটার লম্বা কলাগাছি গ্রামটির একটি মাত্র যোগাযোগের পথ আমাদের। গ্রামের রাস্তায় এতই খারাপ তা ভাষায় বর্ণনা করা যাবে না। বর্ষা মৌসুমী গ্রামের অসহায় সাধারণ মানুষের দুর্ভাগের সীমা থাকেনা। দরিদ্র অসহায় গ্রামবাসীর হঠাৎ যদি কেউ বর্ষাকালে অসুস্থ হয় তবে গ্রাম অতিক্রম করার একমাত্র ব্যবস্থা রোগীকে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। কলাগাছি সরঃ প্রাথঃ বিদ্যাঃ এর প্রধান শিক্ষক বলেন, কলাগাছি সরঃ প্রাথঃ বিদ্যাঃটি জাতীয় ও স্থানীয় ভোটের ভোট কেন্দ্র। উপজেলা নির্বাহী অফিসার ভোট কেন্দ্র পরিদর্শন করতে এসে আটকে যান এই কাচা রাস্তায়। দুর্গম যোগাযোগ ব্যবস্থার জন্য ভোট পরিচালনাকারী ও ভোটারদের খুব অসুবিধা হয়। কলাগাছি সম্মিলনী মাধ্যঃ বিদ্যঃ ও সরঃ প্রাথঃ বিদ্যালয়ের কোমলমতি ছেলেমেয়েদের বিদ্যালয়ে আসতে খুবই অসুবিধা হয়। এ বিষয়ে এম,পি মহোদয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউ পি চেয়ারম্যান, ও কলাগাছি ওয়ার্ড মেম্বার সম্পূর্ণ অবগত আছেন বলে দাবি এলাকাবাসীর। একবার এমপি মহোদয় অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এসে পুজা মন্ডলের সামনে স্থানীয় গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন এবার এসেছি কাঁচা রাস্তা দিয়ে পরের বার আসবো পাকা রাস্তা দিয়ে। খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লালটু জানান, কলাগাছি এ রাস্তার ব্যাপারে এমপি মহোদয়কে জানানো হয়েছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুনঃ