হাসিবুল পাটগ্রাম সংবাদ দাতা :

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে অবস্থান কর্মসূচি বাস্তবায়ন সফল করতে পাটগ্রাম উপজেলা শ্রমিক দল লিফলেট বিতরণ করেছে।
তিস্তা নদীর ন্যায্য হিস্যা প্রদান ও উত্তরাঞ্চলকে মরুকরণের ষড়যন্ত্রের প্রতিবাদে তিস্তা নদীর চরঅঞ্চলে ১৭-১৮ ফেব্রুয়ারি দুই দিন অবস্থান কর্মসুচির ডাক দিয়েছেন জাতীয়তাবাদি দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উক্ত অবস্থান কর্মসূচি বাস্তবায়ন সফল করতে হাতীবান্ধা- পাটগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এ-র দিকনির্দেশনায় পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহবায়ক ফারুক হোসেন নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্ব স্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী গণ।

পোস্টটি শেয়ার করুনঃ