থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার দুই জন আসামি গ্রেফতার দুইটি চোরাই মটর উদ্ধার ।

আপডেটঃ জুলাই ১৭, ২০২৪ | ৯:৪৯
89 ভিউ


পাটকেলঘাটা প্রতিনিধি :
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই মোল্যা শাহাদাৎ সংগীয় অফিসার ফোর্স সহ আসামি ১. পলাশ হালদার(২৫), পিতা-নির্মল হালদার, গ্রাম-রাঢ়ীপাড়া, ২. মোঃ আলতাপ সরদার(৪৬), পিতা-আছরোফ সরদার, গ্রাম-রাজেন্দ্রপুর, উভয় পাটকেলঘাটা থানাধীন কালিবাড়ি হাটখোলার জনৈক আশরাফুল ইসলাম লাল্টুর পানের দোকানের সামনে রাস্তার উপর হতে গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়কে ১৭-০৭-২০২৪ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।