দিনাজপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি // দিনাজপুরে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্জের মধ্য দিয়ে ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর-২০২৩) ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দিনাজপুর ইসলামিক সেন্টারের উদ্যোগে দিনাজপুর একাডেমী স্কুল মাঠ হতে এক বিশাল র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালীতে কালিমাখচিত রংবেরঙের প্লেকার্ড ও ফেস্টুন ব্যবহার করা হয়।
র্যালী শেষে একাডেমী স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক সেন্টারের মহাপরিচালক হযরতুল আল্লামা ড. এরশাদ আহমাদ আল বুখারী।
র্যালীতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শহরের বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র, মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ সমাজের বি়ভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।