দেবহাটায় আইজিএ প্রশিক্ষণার্থীদের ভাতা ও সনদ বিতরণ
দেবহাটা প্রতিনিধি:
উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলামসহ এ প্রকল্পের অন্তত ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উপস্থিত ছিলেন। প্রত্যেক নারীকে সনদপত্র ও নগদ ১২ হাজার টাকা হারে প্রদান করা হয়।