দেবহাটায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় একদিনে একযোগে একলক্ষ বৃক্ষরোপনের অংশ হিসেবে দেবহাটা উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে দেবহাটা উপজেলা পুকুর পাড়ে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান মো. মুজিবর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। এসময় উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রভাষক আবু তালেব মোল্যা, নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একর্মসূচীর আওতায় দেবহাটা উপজেলায় অন্তত বিশ হাজার বৃক্ষ রোপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান।