দেবহাটা প্রতিনিধি:

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানকে দেবহাটার মৎস্যজীবি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে মৎস্যজীবি সংগঠনের নের্তৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মৎস্যজীবি সংগঠনের নেতা বলরাম মন্ডল, লক্ষণ বাগ, রবীন মন্ডল, উত্তম কুমার ধাড়া, আনন্দ ঘুঘু, বিশ্বদেব ঘুঘু, কালীনাথ মন্ডল, নিমাই মন্ডল সহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলার বিভিন্ন সরকারি জলমহাল ও খাল উন্মুক্ত রাখা কিংবা প্রকৃত মৎস্যজীবিদের অনুকুলে ইজারা দেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান মৎস্যজীবি সংগঠনের নেতারা।

পোস্টটি শেয়ার করুনঃ