দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাখরা-কোমরপুর বাজারে গ্যাসের সিলিন্ডারের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে বিক্রি করা হচ্ছিল গাঁজা। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে গাঁজা উদ্বার হলেও আসামী পালিয়ে যায় বলে দাবি করেছেন অভিযানকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গত ১৭ আগষ্ট বিকালে সাতক্ষীরা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাসেল কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। কিন্তু সেখানে তাদের উপস্থিতি টের পেয়ে শাখরা গ্রামের মৃত কৃষ্টপদ দাসের ছেলে সুভাষ দাস (৫৮) দোকান থেকে পালিয়ে যায়। এসময় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সুভাষ দাসের দোকানে প্রবেশ করে সেখানে ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। ২০১৮ এর ৩৬ (১), ১৯ (ক) ধারায় পিআর নং-১৭৩/২০২৩ নং মামলায় মাদকদ্রব্য উদ্ধার ও আসামী পলাতক থাকায় বিষয়টি নিয়ে সাতক্ষীরা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাসেল কবীর বাদি হয়ে দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করেন। তবে এ ঘটনার পর অভিযুক্ত মাদক ব্যবসায়ী সুভাষ দাসকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এবিষয়ে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, বিষয়টি নিয়ে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বাদি হয়ে মামলা দায়ের হয়েছে। তবে আসামী এখনো আটক হয়নি।

পোস্টটি শেয়ার করুনঃ